তেমন কোন উদ্দেশ্য নেই এই অনুবাদ গ্রন্থটি বয়নের। একটি ছোট্ট ইচ্ছা থেকে সৃষ্টি এই বই। কবিতার বৈচিত্র্য আর কবির সঙ্গে পরিচয়। ছোট্ট একটি বই করতে চেয়েছি যেখানে ১০০টি কবিতা থাকবে, যে কবিতাগুলো পাঠ করলে বিশ্ব কবিতার বৈচিত্র্য ধরা পড়বে। কতো রকমের কবিতাই না লিখেছেন জগতের কবিতা। আর এই জগতে মহান কবি আছে কতোই। যেমন ফুল, পাখির নামটা অন্তত জানা দরকার তেমনি ভালো কবির নামটা জানা জরুরি। তাই ১০০ কবিতার সঙ্গে কবি পরিচিতিও দিয়েছি। এখানে এমন অনেক কবিই আছেন যাদের পরিচিতি নিয়েই পুরো একটা বই লেখা যায় বা উচিত।
তেমন কোন উদ্দেশ্য নেই এই অনুবাদ গ্রন্থটি বয়নের। একটি ছোট্ট ইচ্ছা থেকে সৃষ্টি এই বই। কবিতার বৈচিত্র্য আর কবির সঙ্গে পরিচয়। ছোট্ট একটি বই করতে চেয়েছি যেখানে ১০০টি কবিতা থাকবে, যে কবিতাগুলো পাঠ করলে বিশ্ব কবিতার বৈচিত্র্য ধরা পড়বে। কতো রকমের কবিতাই না লিখেছেন জগতের কবিতা। আর এই জগতে মহান কবি আছে কতোই। যেমন ফুল, পাখির নামটা অন্তত জানা দরকার তেমনি ভালো কবির নামটা জানা জরুরি। তাই ১০০ কবিতার সঙ্গে কবি পরিচিতিও দিয়েছি। এখানে এমন অনেক কবিই আছেন যাদের পরিচিতি নিয়েই পুরো একটা বই লেখা যায় বা উচিত। কিন্তু আমি কেবল সূত্রধরের কাজ করেছি। কেবল অতি সংক্ষেপে কবির ঠিকুজির কথাটুকু বলেছি। শ’দেড়েক পৃষ্ঠার মধ্যে ১০০ কবি আর তাদের একটি করে কবিতার সঙ্গে পরিচয় করিয়ে দেয়- আর কিছু নয়, এইটুকু চেষ্টাই এই বইতে করেছি।
বলে রাখা ভালো, একদম সাধারণ পাঠকের জন্যে এই বই। বিশ্ব কবিতার মানচিত্রের সঙ্গে যাদের পূর্ব পরিচয় আছে, যারা কবি, যারা কবিতা নিয়ে আলোচনা, গবেষণা করেন তাদের জন্য এই বইটি নেহাতই বালখিল্য মনে হবে। তারা এই বইটি এড়িয়ে চলুন।
আর আপনি যদি কবিতাকে দূর থেকে সন্দেহের চোখে দেখে থাকেন কিংবা কোন কৌতুহল যদি না-থাকে কবিতার প্রতি- তবে একটু নজর দিন। কবিতা সুন্দর।
তেমন কোন উদ্দেশ্য নেই এই অনুবাদ গ্রন্থটি বয়নের। একটি ছোট্ট ইচ্ছা থেকে সৃষ্টি এই বই। কবিতার বৈচিত্র্য আর কবির সঙ্গে পরিচয়। ছোট্ট একটি বই করতে চেয়েছি যেখানে ১০০টি কবিতা থাকবে, যে কবিতাগুলো পাঠ করলে বিশ্ব কবিতার বৈচিত্র্য ধরা পড়বে। কতো রকমের কবিতাই না লিখেছেন জগতের কবিতা। আর এই জগতে মহান কবি আছে কতোই। যেমন ফুল, পাখির নামটা অন্তত জানা দরকার তেমনি ভালো কবির নামটা জানা জরুরি। তাই ১০০ কবিতার সঙ্গে কবি পরিচিতিও দিয়েছি। এখানে এমন অনেক কবিই আছেন যাদের পরিচিতি নিয়েই পুরো একটা বই লেখা যায় বা উচিত।
By মুম রহমান
Category: কবিতা
তেমন কোন উদ্দেশ্য নেই এই অনুবাদ গ্রন্থটি বয়নের। একটি ছোট্ট ইচ্ছা থেকে সৃষ্টি এই বই। কবিতার বৈচিত্র্য আর কবির সঙ্গে পরিচয়। ছোট্ট একটি বই করতে চেয়েছি যেখানে ১০০টি কবিতা থাকবে, যে কবিতাগুলো পাঠ করলে বিশ্ব কবিতার বৈচিত্র্য ধরা পড়বে। কতো রকমের কবিতাই না লিখেছেন জগতের কবিতা। আর এই জগতে মহান কবি আছে কতোই। যেমন ফুল, পাখির নামটা অন্তত জানা দরকার তেমনি ভালো কবির নামটা জানা জরুরি। তাই ১০০ কবিতার সঙ্গে কবি পরিচিতিও দিয়েছি। এখানে এমন অনেক কবিই আছেন যাদের পরিচিতি নিয়েই পুরো একটা বই লেখা যায় বা উচিত। কিন্তু আমি কেবল সূত্রধরের কাজ করেছি। কেবল অতি সংক্ষেপে কবির ঠিকুজির কথাটুকু বলেছি। শ’দেড়েক পৃষ্ঠার মধ্যে ১০০ কবি আর তাদের একটি করে কবিতার সঙ্গে পরিচয় করিয়ে দেয়- আর কিছু নয়, এইটুকু চেষ্টাই এই বইতে করেছি।
বলে রাখা ভালো, একদম সাধারণ পাঠকের জন্যে এই বই। বিশ্ব কবিতার মানচিত্রের সঙ্গে যাদের পূর্ব পরিচয় আছে, যারা কবি, যারা কবিতা নিয়ে আলোচনা, গবেষণা করেন তাদের জন্য এই বইটি নেহাতই বালখিল্য মনে হবে। তারা এই বইটি এড়িয়ে চলুন।
আর আপনি যদি কবিতাকে দূর থেকে সন্দেহের চোখে দেখে থাকেন কিংবা কোন কৌতুহল যদি না-থাকে কবিতার প্রতি- তবে একটু নজর দিন। কবিতা সুন্দর।